বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে আসছে ‘অপু ও দুর্গা’। সুমন মৈত্র-এর পরিচালনায় নতুন ছবি ‘অপু ও দুর্গা’, যার মুক্তির দিন ঘোষিত হয় আগামী ১১ই মার্চ। পরিচালক সুমন ঘোষের পরিচালনায় শেষ ছবি কোয়েল মল্লিক ও ইন্দ্রনীল সেনগুপ্তের অভিনীত ছবি ‘দশমী’। দীর্ঘদিন পর অন্য নতুন ছবি নিয়ে ফিরছেন পরিচালক। ‘অপু ও দুর্গা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইশান রানা, ধ্রুব দেবনাথ, প্রকৃতি পূজারী, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, সৌমিত্র ঘোষ, অশোক গঙ্গোপাধ্যায়, অমৃতা হালদার, পার্থ মুখোপাধ্যায়, প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহকেও।