‘বচ্চন পান্ডে’-র শুটিং শুরু ২০২১ এর শুরুতেই

নতুন বছরের শুরুতেই ‘ বচ্চন পান্ডে’-র শুটিং শুরু করবেন অক্ষয় কুমার ও কৃতি শ্যানন।জানা গেছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা দু’মাস চলবে এই ছবির শুটিং। সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হবে বলে জানা যাচ্ছে। ছবির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে মুম্বই থেকে শুটিং ইউনিটের সঙ্গে দুজন ডাক্তারও যাবেন। সর্বক্ষণ তারা শুটিং ইউনিটের সঙ্গেই থাকবেন। তাদের তত্ত্বাবধানেই তৈরি হবে এই ছবির শুটিং ইউনিটের সদস্যদের জন্য স্পেশাল মেডিকেল রুম। ‘ বচ্চন পান্ডে’-এর শুটিংয়ের জন্য পরিচালক ফরহাদ সামজির সঙ্গে অক্ষয় ও কৃতি একটি চার্টার্ড প্লেনে জয়সালমীর উড়ে যাবেন। জয়সালমীর সহ রাজস্থানের বিভিন্ন ‘ রিয়েল লোকেশন’-এ দু’মাস ধরে চলবে ছবির শুটিং পর্ব। সূত্রের খবর, প্রথমে ছবির গোটা টিম জয়সলমীরের সূর্যগড় হোটেলে উঠবেন। তারপর তিন দিনের জন্য নিজেদের কোয়ারেন্টাইন করে রাখবেন। এরপর কোভিড টেস্ট করিয়ে তাতে পাস হওয়ার পরেই শুটিং শুরু করতে পারবেন তাঁরা। পাশাপাশি যে যে অঞ্চলে শুটিং হবে সেই লোকেশন গুলিকে পুরোপুরি স্যানিটাইজ করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *