শুরু হয়ে গেল ‘ফুকরে থ্রি’ র শুটিং। অভিনেতা বরুণ শর্মা তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্ট শেয়ার করে সেই খবর জানায়। ছবির আগের দুই পার্টে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আলি ফজল, পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজিত সিংহ, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠিকে। তবে শোনা যাচ্ছে এইবার ছবিতে দেখা যাবে না আলি ফজলকে।