টলিপাড়ায় করোনার থাবা, একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন করোনায়। সৃজিত মুখার্জী, রাজ-শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এইবার আক্রান্ত হলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্ত্তী। তিনি নিজেই খবরটি শেয়ার করেছেন গতকাল রাতে। এখন অভিনেত্রী নিজের বাড়িতেই রয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পরেই বাংলা চলচ্চিত্রের বর্তমানের প্রিয় জুটি দেব-রুক্মিণী-ও গতকাল রাতে টুইট করে জানালেন তাদেরও কোভিড পজিটিভ। সকলের প্রিয় দেব জানিয়েছেন তার কোনো করোনার লক্ষণই ছিল না বাড়িতেই রয়েছেন তিনি এখন। এই অতিমারির ভয়াবহ সময় একের পর এক সংক্রামণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সকলে সাবধানতা অবলম্বন করুন এবং মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন।