প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর নামে দক্ষিণ দিল্লির রাস্তার নামকরণ

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত-কে অভিনব শ্রদ্ধার্ঘ্য দিল্লি প্রশাসনের। দক্ষিণ দিল্লির এক রাস্তার নামকরণ করা হল সুশান্তের নামে। ২১ জানুয়ারি, বৃহস্পতিবার ছিল সুশান্ত সিং রাজপুতের ৩৫তম জন্মদিন। আর সেই উপলক্ষেই দক্ষিণ দিল্লি পুরনিগমের তরফে ঘোষণা করা হয় যে, অ্যানড্রুজ গঞ্জ এলাকার একটি রাস্তা প্রয়াত অভিনেতার স্মৃতিতে নামাঙ্কিত হবে। দক্ষিণ দিল্লির কর্পোরেশনের কংগ্রেস কাউন্সিলার অভিষেক দত্ত খোদ সেকথা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর মাসেই সুশান্তের নামে রাস্তার নামকরণ করার প্রস্তাব রেখেছিলেন অভিষেক দত্ত। গতকাল, পুরোনিগমের এক বৈঠকে সেই প্রস্তাব গৃহীত হয় এবং অ্যানড্রুজ গঞ্জ এলাকার সংশ্লিষ্ট রাস্তার নাম দেওয়া হয়- ‘সুশান্ত সিং রাজপুত মার্গ’। পুরনিগমের কাউন্সিলারের তরফে দেওয়া লিখিত প্রস্তাবনায় অভিষেক দত্তের মত, দক্ষিণ দিল্লির অ্যানড্রুজ গঞ্জের ৮ নং এলাকার বহু মানুষ আদতে বিহারের বাসিন্দা। তাঁরাই ভূমিপুত্র সুশান্তের স্মৃতিতে এই রাস্তার নামকরণ করার দাবি তুলেছিলেন। যা কিনা অ্যানড্রুজ গঞ্জ থেকে সোজা চলে যায় ইন্দিরা ক্যাম্পাস অবধি। তাই ওই এলাকার ৮ নম্বর রাস্তার নাম বদলে দিয়ে সুশান্ত সিং রাজপুত মার্গ’ রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *