কয়েকদিন আগেই নিজের নতুন সিঙ্গলসের কথা জানান মিমি চিক্রবর্তী। এবার মুক্তি পেল মিমি-র নতুন সিঙ্গলস ‘তোমার খোলা হাওয়া’-র টিজার। তবে এই গান রবি ঠাকুরের সেই জনপ্রিয় গান, নাকি নতুন কোনও গানে রবি ঠাকুরের আধুনিক সংযোজন তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় টিজার ভিডিওটি শেয়ার করেছেন মিমি। ভিডিওতে মিমিকে দেখা গিয়েছে ফ্রিল দেওয়া লাল পোশাকে৷ টিজার ভিডিওর পাশাপাশি শুটের কিছু মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন মিমি। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে এই মিউজিক ভিডিও।