অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বাবা বেবি ও’। ২৩ জানুয়ারি, রবিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিটি প্রযোজনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও শোলাংকি রায়। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখছেন শোলাংকি রায়। ছবিটি একজন সিঙ্গেল ফাদারের গল্প নিয়ে তৈরি। তাছাড়াও ছবিতে এক অসম বয়সী প্রেমের গল্প দেখা যাবে।