মুক্তি পেল ‘ছলাং’-এর ট্রেলার

মুক্তি পেল এই বছরের বহু প্রতীক্ষিত ছবি ‘ছলাং’-এর ট্রেলার। প্রায় ৩ মিনিটের ট্রেলারে নানা স্বাদের অনুভূতি উপহার দিয়েছেন পরিচালক হনসল মেহতার। এই প্রথমবার এক সঙ্গে দেখা যাবে রাজকুমার রাও এবং নুসরত বারুচাকে। তৃতীয় কোন হিসেবে দেখা যাবে অভিনেতা মহম্মদ জিশান আয়ুবকে। গোটা ছবিটাই রাজকুমার ও জিশানের মধ্যে কে বেশি উপযুক্ত সেই বিচারের লড়াই। দুজনেই একটি স্কুলের খেলার শিক্ষক হিসেবে অভিনয় করেছেন ছবিতে। ওই স্কুলেরই শিক্ষিকা হিসেবে দেখা যাবে নুসরতকে। ছলাং ছবির পরিচালক হনসল মেহতা। ছবির প্রযোজনার দায়িত্ব পালন করেছেন অজয় দেবগণ, লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। ছলাং খুবই মজার এবং তারই সঙ্গে একটা আকর্ষণীয় যাত্রার গল্প। স্কুলের গণ্ডিতে খেলাধূলার গুরুত্ব এবং তা নিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে ছবির প্লটে। ১৩ নভেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। দিওয়ালির আগেই ডিজিটাল দর্শকের জন্য ফের একবার ধামাকা অ্যামাজনের। হনসল মেহতার সঙ্গে এ নিয়ে পাঁচটি ছবি করলেন রাজকুমার। এর আগে শাহিদ, সিটিলাইটস, আলিগড় ও ওমারতায় কাজ করেছেন তিনি। স্কুলেই নীলু ও পিটি টিচার মন্টুর প্রেম শুরু হয়। কিন্তু স্কুলে আরেকজন পিটি টিচার মিস্টার সিং যোগ দেওয়ার পর থেকেই জীবন বইতে শুরু করে অন্য খাতে। মন্টু ও নীলুর প্রেমকাহিনিতে মিস্টার সিং-ই হয়ে ওঠে ভিলেন। ছবির দ্বিতীয় ভাগে সেই লড়াইয়ের পাশাপাশি মন্টু ভার্সেস মিস্টার সিংয়ের আত্মসম্মান চলে আসে। একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তাঁরা। তারপরেই শুরু হয় দুই দল ও সেই দলের মধ্যে হার-জিতের লড়াই। ট্রেলারে এক ঝলক করে সতীশ কৌশিক, ইলা অরুণ ও সৌরভ শুক্লাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *