পুজোর সময় মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘ড্রাকুলা স্যার’। মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে ছবিটি হলে দেখানো হয়। তারপরেও দর্শকদের মন কাড়তে সফল ‘ড্রাকুলা স্যার’। এবার দীপাবলিতে গোটা দেশের দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পেতে চলেছে ‘ড্রাকুলা স্যার’। তার আগে মুক্তি পেল হিন্দি ‘ড্রাকুলা স্যার’-এর ট্রেলার। পরিচালক দেবালয় ভট্টাচার্য এই ছবির মাধ্যমে বাংলা ছবির দুনিয়ায় এক নতুন ঘরানা তৈরি করেছেন। ‘ড্রাকুলা স্যার’ শুধুমাত্র অমল-মঞ্জরীর ভালোবাসার গল্প নয়। এই ছবির মাধ্যমে রূপক অর্থে অনেক কথাই তুলে ধরেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ১৯৭১-এর সময়কাল এবং বর্তমান সময়, বাংলার দুই সময়কাল সমান্তরালভাবে গল্পের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিক্ষকের ভূমিকায় অনির্বাণ, তাঁর ক্যানাইন দাঁতের বিড়ম্বনা কথা। ৭১ এর নকশাল আন্দোলনের প্রসঙ্গও যেমন ছবিতে রয়েছে, তেমন রয়েছে অমল সোমের ভালোবাসার কথাও। আর এবার বাংলার এই অন্যরকম ঘরানার ছবিই হিন্দিভাষী দর্শকরা দীপাবলির উপহার হিসাবে পেতে চলেছেন।