খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে তাঁদের ভালবাসা, জানালেন হবু-বাবা রাজা গোস্বামী

টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোরা’কে কে না চেনেন ৷ ধারাবাহিকের হিরোর সঙ্গেই বাস্তব জীবনে তিনি বেঁধেছেন ঘর। স্বামী অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ অন্যদিকে মধুবনীও খুলে ফেলেছেন তাঁর নিজস্ব বিউটি পার্লার। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদনই সেই পার্লারের ঝলক দেখা যায়। রাজা-মধুবনীর সাজানো সংসারে এখন খুশির ছোঁয়া। এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । মা হতে চলেছেন মধুবনী। শেষ মুহূর্তের গর্ভাবস্থা চলছে তাঁর। আর মাত্র কয়েকদিনের মধ্যেই মা হবেন মধুবনী গোস্বামী। মা হওয়ার আগে এবার নতুন ছবি শেয়ার করলেন হবু-বাবা রাজা গোস্বামী। শুক্রবার পোস্ট করা নতুন ছবি কার্যত নেটিজেনদের নজর কেড়েছেন এই হ্যাপি কাপল। রাজা ছবি পোস্ট করে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে তাঁদের ভালবাসা। আর সেখানে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

https://www.instagram.com/p/CKVkgSPFc43/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *