বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের প্রতি মানুষের ঝোঁক বেশ বেড়ে গিয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে নেটফ্লিক্স অন্যতম। সিনেমা, ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের এক ছাতায় নিয়ে এসেছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। দর্শকদের তুমুল আগ্রহ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠানটি এবার চালু করতে যাচ্ছে তাদের নতুন টিভি চ্যানেল। চ্যানেলটির নাম ‘ডিরেক্ট’। স্ট্রিমিং সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের চ্যানেলের কার্যক্রম পরিচালনা করবে। জানা যাচ্ছে, পরীক্ষামূলকভাবে নেটফ্লিক্সের এই টিভি চ্যানেলটি প্রথমে সম্প্রচার করা হবে ফ্রান্সে। চলতি বছরের জানুয়ারিতে, ফ্রান্সে অফিস খুলে বিনিয়োগ বৃদ্ধির কথা নেটফ্লিক্স এর তরফ থেকে জানানো হয়। সম্প্রচারের শুরুতে কিছু নির্দিষ্ট টিভি সিরিজ এবং সিনেমা দেখা যাবে টিভিতে। পরবর্তীতে অনুষ্ঠানের সূচি বর্ধিত করা হবে। ডিসেম্বরের দিকে ফ্রান্সে তাদের সম্প্রচার এলাকা বাড়ানোর সম্ভাবনার কথা জানানো হয়।