কিছুদিন আগে মুক্তি পাওয়া কাবীর খানের ছবি ‘83’-তে ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপ জয়ের গল্প উঠে এসেছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রনবীর সিং। ‘83’ ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন রনবীর সিং। এরমধ্যেই জানা গেছে একজন সাতারুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনবীরকে। যদিও রণবীর নিজের মুখে এই বিষয়ে কোনও কথা বলেননি। ‘83’ ছবিটি বক্স অফিসে ভালো ব্যাবসা করতে পাড়ছে না। একশো কোটিরও গণ্ডি পেরোতে পারেনি ২৭০ কোটি বাজেটে তৈরি এই ছবি।