মুক্তি পেল ‘টাইম টু ডান্স’ ছবির ট্রেলার। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলে কাইফ। তাঁর বিপরীতে থাকছেন প্রযোজক আদিত্য পাঞ্চোলীর ছেলে সূরজ পাঞ্চোলী। এক নাচের প্রতিযোগিতাকে কেন্দ্র করেই ছবিটি। ট্রেলারে দেখা যাচ্ছে, ছবিতে ইসাবেলের চরিত্রটি আদপে এক স্বনামধন্য নৃত্যশিল্পীর। উইলিয়াম বলে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তাঁর। শুধু জীবনসঙ্গীই নন, উইলিয়ান তাঁর ডান্স ফ্লোরের সঙ্গীও বটে। ছবিতে হঠাৎই এক দুর্ঘটনার মুখোমুখি হয় ইসাবেলের চরিত্রটি। অথচ সেই সময়েই এক আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় উইলিয়ামের সঙ্গে জুটি বেঁধে অংশ নেওয়ার কথা তাঁর। উইলিয়াম তাঁর পাশে না থেকে তাঁকে ছেড়ে দেন। হাল ধরেন সূরজ। তারপর কী হয় তা নিয়েই ছবিটি। ইসাবেলে-সূরজ ছাড়াও ছবিতে রয়েছেন রাজপাল যাদব। আগামী ১২ মার্চ মুক্তি পাবে ছবিটি।
https://www.instagram.com/tv/CLtHZQVhZUE/?utm_source=ig_web_copy_link