লালবাজারের দ্বারস্থ টলিউডের তাবড় তারকা থেকে প্রযোজক ও পরিচালকরা

নানা সময়ে প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং তাঁদের পরিবারের মানুষদের উদ্দেশে কটাক্ষ করা হচ্ছে সামাজিক মাধ্যমে ৷ একদল মানুষ সামাজিক মাধ্যমে খুবই কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছুড়ে দিচ্ছে বলে অভিযোগ । এই সমস্যার সমাধানে টলিউডের তাবড় তারকা থেকে প্রযোজক ও পরিচালক, ফেডারেশন সভাপতি, ইমপা সভাপতির টিম শুক্রবার যায় লালবাজারে । এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ এদিন লালবাজারে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাজা চন্দ, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা-সহ আরও অনেকে । সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা ।