টানটান উত্তেজনায় ভরপুর ‘এসওএস কলকাতা’-র ট্রেলার

মুক্তি পেল ‘এসওএস কোলকাতা’-র ট্রেলার। এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় এবছর পুজোতেই মুক্তি পাচ্ছে ‘এসওএস কলকাতা’। কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছে। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবিতে মিমি, নুসরতের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। ছবিতে অ্যান্টি টেররিজম স্কোয়াডের অফিসারের ভূমিকায় যশ দাশগুপ্তকে দেখা যাবে। আর মিমি হয়েছেন যশের স্ত্রী। সাংসদ হওয়ার পর এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে। নুসরত-কেও এই ছবিতে একজন অ্যান্টি টেররিজম স্কোয়াডের অফিসারের ভূমিকায় দেখা যাবে। শহরে সন্ত্রাসবাদীদের আক্রমণ থেকে অ্যান্টি টেররিজম স্কোয়াড সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করে, সেই নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন এনা সাহা। ছবিতে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, রাজকুমার পাত্র সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *