প্রকাশ্যে এল থ্রিলার ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর ট্রেলার। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া। ছবিটি পরিচালনা করেছেন রিভু দাশগুপ্ত। আগামী ২৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিণীতি ছাড়াও রয়েছেন এই ছবিতে রয়েছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারির মতো অভিনেত্রীরা। এছাড়াও রয়েছেন টোটা রায়চৌধুরিও। খ্যাতনামা ব্রিটিশ লেখিকা পলা হকিন্সের ২০১৬ সালের বিখ্যাত উপন্যাস থেকে তৈরি হয়েছিল হলিউডি থ্রিলার ড্রামা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। একাধিক পুরস্কারও জিতে নিয়েছিল সিনেমাটি। সেটিই হিন্দিতে রিমেক করছেন পরিচালক রিভু দাশগুপ্ত। এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল এমিলি ব্লান্টকে। আর হিন্দি রিমেকে এমিলির চরিত্রটিতেই অভিনয় করছেন পরিণীতি। এই সিনেমায় পরিণীতির নাম আবার মীরা। যিনি কিনা ডিভোর্সি এবং জীবনের প্রতি নির্বিকার এক মহিলা। মদ্যপ, বিভিন্ন নেশায় আসক্ত। এবং সবশেষে এক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। যেখানে তাঁর বিরুদ্ধে একজন মহিলাকে খুনের অভিযোগ ওঠে।