ইদের বক্স অফিস মাতাতে ‘রাধে’ হয়ে ফিরছেন সলমন খান। ঘোষণা আগেই করেছিলেন। এবার প্রকাশ করলেন ট্রেলার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ভাইজানের আগামী ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর ট্রেলার। সলমন খানের ছবি মানেই দর্শকদের কাছে টানটান উত্তেজনা, অ্যাকশন, নাচ নিয়ে যথাযথ বলিউডের মেগা-ব্লকবাস্টার মশলা ছবি। আর ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-তে যে তার এতটুকু খামতি হবে না, ছবির ট্রেলার লঞ্চের দিনই সে বিষয়ে আশ্বস্ত করলেন বলিউডের ভাইজান। প্রায় তিন মিনিটের ট্রেলার জুড়ে ফের একবার সলমান খান-মার্কা পরিচিত ফিল্মের ঝলক দেখা গেল। এবং এই ছবিতেও একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সলমানকে, তাঁর চরিত্রের নাম ‘রাধে’। পটভূমি সেই মায়ানগরী মুম্বই। শহরে মাথা চাড়া দিচ্ছে গুন্ডারাজ। মাদক পাচার ব্যবসায় তরুণ প্রজন্মকে আনা গুন্ডাদের মূল লক্ষ্য। আর এই ব্যবসা রুখতেই এনকাউন্টার স্পেশালিস্ট ‘রাধে’কে দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। ‘আই উইল ক্লিন দ্য সিটি’, প্রতিশ্রুতি রাধের। ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আগে ২০২০ সালের ইদে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে করোনাভাইরাসের লকডাউন ও অতিমারির জেরে ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। তার পর থেকেই ফ্যানেরা অপেক্ষায় ছিলেন ছবির মুক্তি নিয়ে। এই ছবির প্রযোজনা করেছেন সলমান খান, সোহেল খান ও রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। ট্রেলারের সঙ্গেই ফ্যানেদের জন্য নতুন একটি পোস্টারও শেয়ার করেছেন ভাইজান। অতিমারী পরিস্থিতিতে ছবির মুক্তিতেও রয়েছে অভিনবত্ব। ১৩ মে ‘হাইব্রিড রিলিজ’ হবে ‘রাধে’র। অর্থাৎ সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’ এবং ‘জি ফাইভ’ ওয়েব প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিটি। শোনা গিয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়েই দেখা যাবে ছবিটি।