গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউডের আরও এক জুটি। নীল বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা-র বিয়ে নিয়ে ইতিমধ্যেই টেলি টাউনে জোরদার চর্চা শুরু হয়েছে। এবার সেই গুঞ্জনে আরও কিছুটা ঘৃতাহুতি দিলেন তৃণা। নীলের সঙ্গে বিয়ের আগে বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে মাতলেন তৃণা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই পার্টির ছবিও শেয়ার করেন অভিনেত্রী। যেখানে গার্লস গ্যাঙের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় তৃণাকে।