প্রকাশ্যে এল জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহার ব্রাইডাল লুক। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মনের মানুষ অভিনেতা নীল ভট্টাচার্য্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। বিয়ের আগে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। সেই কারণেই জোর কদমে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নীল, তৃণার বাড়িতে। ইতিমধ্যেই মামার বাড়িতে আইবুড়োভাত খেয়ে ফেলেছেন তৃণা। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর সেই আইবুড়োভাত খাওয়ার ছবি প্রকাশ্য়ে আসতে না আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। এবার নিজের এই ব্রাইডাল লুক শেয়ার করলেন তৃণা। ফটোশ্যুটের জন্যই নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি তৃণা শেয়ার করেন বলে জানা যায়।