নতুন অতিথি এল টেলি তারকা মধুবনী ও রাজা গোস্বামীর ঘরে। শনিবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। বাবা হওয়ার কিছুক্ষনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘গুড নিউজ’ শেয়ার করলেন অভিনেতা রাজা গোস্বামী। ছেলের জন্মের দিনই অনুরাগীদের জন্য সন্তানের ছবি শেয়ার করে রাজা। স্ত্রী মধুবনী ও সন্তানের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন রাজা। তবে তাতে ছেলের মুখ অস্পষ্ট। ক্যাপশানে একটু মজা করেই অভিনেতা লিখেছেন, ”আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন”। জন্মের পরও মুহূর্তেই সন্তানের ছবি দিয়েছেন মধুবনীও। তবে ছেলের মুখের উপর কায়দা করে ইমোজি বসিয়েছেন। ছেলের নাম রেখেছেন কেশব। হাসপাতাল সূত্রে খবর, মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছে।