অক্ষয় কুমারের বাড়িতে এসে হাজির হয়েছিলেন অযাচিত অতিথি। দেখামাত্রই তাঁকে ক্যামেরাবন্দি করেন আক্কি। ইনস্টাগ্রামে পোস্টও করেন সেই ছবি। শনিবার সকালে ফোনে চার্জ দিতে গিয়েছিলেন অক্ষয়। খেয়াল করেন চার্জার-এর সকেটের মধ্যে আগে থেকেই ঢুকে বসে রয়েছেন তিনি। এই তিনিটি হলেন একটি ব্যাঙ। তাঁকে ক্যামেরায় বন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন আক্কি। লেখেন, ”ফোনে চার্জ দিতে গিয়েছিলাম, তবে এখন আমি অন্যকিছুই দেখছি। এই জায়গাটা ইতিমধ্যেই অন্যকেউ দখল করে রেখেছে।”