মুক্তি পেল উস্তাদ রশিদ খান এবং বাবুল সুপ্রিয়-র যুগলবন্দিতে তৈরি ‘বহু যুগের ওপার হতে’ মিউজিক ভিডিও। যেটি এস ভি এফ-র ব্যানারে বানিয়েছেন পরিচালক সুদীপ্ত রায়। এই মিউজিক ভিডিয়োর মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও এই গানকে সমান গ্রহণযোগ্য এবং সমসাময়িক করার চেষ্টা হয়েছে। বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, ”বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে,. কোন্ সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষণে গানটি আমার ভীষণই প্রিয় গান। বৃষ্টি ঝর ঝর বরিষনের অর্থ সবসময়ই বৃষ্টির নয়। অনেকসময় আমাদের ভিতরে-বাইরে ইমোশনাল বৃষ্টি হয়। প্রতিটা মানুষই রবীন্দ্রসঙ্গীতকে আলাদা আলাদা অনুভবে শোনেন। এটা এতটাই আমাদের মননের সঙ্গে জড়িয়ে রয়েছে। এর আগে রশিদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, বলেছিলাম তুমি তোমার মত বন্দিশ গাইবে, আর আমি আমার মত রবীন্দ্রসঙ্গীত।” সেই মতোই উস্তাদ রশিদ খানের সঙ্গে মিলে ‘বহু যুগের ওপার হতে’ গানটি গেয়ে ফেলেছেন বাবুল।