চির ঘুমের দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ও গায়ক শক্তি ঠাকুর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । বাবার মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর বড় কন্যা মেহুলি গোস্বামী ঠাকুর। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় শক্তি ঠাকুরের। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। আজ কাক ভোরে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান অভিনেতা-গায়কের। মেহুলি লেখেন, ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়…. জীবনে কোনোদিনও স্মশানে আসিনি…. আজ সবই জীবনে প্রথম বার…… বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন…….. তুমি কি কোনোদিনও কোনো পাপ করোনি বাবা?….. নইলে এভাবে দুঘন্টার মধ্যে কে চলে যায়? “ধুর আর ভাল্লাগছেনা” বলে চলে গেলে…… সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকা বকি করতাম…… আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?…..আমি তো তোমার কার্বন কপি…. আমিও তোমারি মতন তাড়াহুড়ো করে চলে যাবো দেখো……… কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম……’। শক্তি ঠাকুরের ছোট মেয়ে হলেন মুম্বইয়ের খ্যাতনামা কন্ঠশিল্পী মোনালী ঠাকুর। খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র ও সঙ্গীত জগতে। একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে উজ্জ্বল নাম।