প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস। বাংলা ও হিন্দি ছবির দুনিয়ায় তাঁর পরিচিতি স্মৃতি বিশ্বাস নারাং হিসাবে। গত ৩ জুলাই নাসিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ছোটবেলা থেকেই রুপোলি পর্দার সঙ্গে তাঁর যোগাযোগ। কাজ করেছেন গুরু দত্ত, ভি শান্তরাম, মৃণাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কপূরের মতো পরিচালকের ছবিতে। পাশাপাশি উত্তমকুমার, বিশ্বজিৎ, কিশোরকুমার থেকে দেব আনন্দ পর্যন্ত তাবড় নায়কের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। অবিভক্ত বাংলার খুলনা জেলায় ১৯২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর জন্ম। শিশুশিল্পী হিসেবে ত্রিশের দশকে তাঁর আত্মপ্রকাশ। রুপোলি পর্দায় কাজ করেছেন ষাটের দশক পর্যন্ত। ১৯৪৪ সালে ‘সন্ধ্যা’ ছবিতে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে তাঁর কাজ শুরু। সেই বছরেই তিনি অভিনয় করেন বিমল রায়ের ‘উদয়ের পথে’ ছবিতে। ১৯৫০ সালে উত্তম কুমার অভিনীত ‘মর্যাদা’ ছবিতেও অভিনয় করেন স্মৃতি। ১৯৫৯ সালে তাঁকে দেখা যায় ‘নীল আকাশের নীচে’ ছবিতে। এটিই বাংলায় তাঁর শেষ ছবি। ১৯৬১ সালে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছায়াছবি ‘মডার্ন গার্ল’। এর পর তাঁকে দেখা গিয়েছে, ‘নেক দিল’, ‘অপরাজিতা’র মতো ছবিতে তাঁর দেখা মিলেছে। এই সময়ই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক-প্রযোজক এসডি নারাং-এর সঙ্গে। তাঁদের দুই পুত্র রাজীব ও সত্যজিৎ বর্তমান।