‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন ভিকি-সারা!

পরিচালক আদিত্য ধরের আসন্ন ছবি ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন ভিকি কৌশল। রনি স্ক্রুওয়ালার প্রযোজিত এই ছবির শুটিং শুরু হতে চলেছে অগাস্ট মাসে। খবর, ছবির প্রথম শুটিং শিডিউল শুরু হবে ইউক্রেনে। কিছুদিন আগে ভিকি নিজের টুইটারে হ্যান্ডেলে পোস্ট করেন ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র পোস্টার। তাও একটা নয় দু’-দু’টো পোস্টার। পোস্টারের লুকে যা বোঝা যাচ্ছিল তা হলে একেবারে সায়েন্টিফিক ফিকশন ছবি হতে চলেছে ‘দ্য ইমর্টাল অশ্বথামা’। শুধু সাই-ফাই ছবি বললেও খুব কম বলা হবে। ‘মহাভারত’-এর চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে এই সাই-ফাই ছবি। এই ছবির জন্যই এবার ট্রেনিং শুরু করে দিয়েছেন ভিকি। নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন। কারণ ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-তে ভিকিকে এক বিশেষ লুকে দেখা যাবে। ভিকি অস্ত্র হাতে ট্রেনিং শুরু করবেন। সূত্রের খবর, তিনি তীর চালানো, তরোয়াল চালানো, বর্শা নিয়ে যুদ্ধ  এবং মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেবেন। ‘অশ্বত্থামা’ চরিত্র ছাড়াও ছবিতে মহাভারতের আরও বেশ কয়েকটি চরিত্র থাকছে। তার কাস্টিং বর্তমানে চলছে। শুধু ভিকি নন। সারা আলি খানও শুরু করবেন মার্শাল আর্টসের ট্রেনিং। বেশ কয়েকটি অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে সারা আলি খানকে। ভিকি-সারার প্রশিক্ষণ তিন মাস ধরে চলবে বলে আশা করা হচ্ছে। সারা তীরন্দাজি, তরোয়াল যুদ্ধ এবং বর্শা যুদ্ধের প্রশিক্ষণও নিতে চলেছেন। ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র ব্যাপারে টুইটারে পরিচালক আদিত্য ধর লেখেন, “সুপারহিরো ঘরানার ছবি  শুধু ভারতে নয় সারা বিশ্বে এক উচ্চতর মান ছুঁয়েছে। এই ফিল্ম নির্মাণে হাই-কনসেপ্ট ভিজ্যুয়াল প্রদর্শিত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *