প্রথমবার একসঙ্গে কাজ করবেন ভিকি কৌশল এবং কৃতি শ্যানন। প্রযোজক জ্যাকি ভাগনানি ‘রহেনে হ্যায় তেরে দিল মে’ ছবির সিক্যুয়েল বানাবার পরিকল্পনা করেছেন। ছবি পরিচালনা করবেন ‘মম’-এর পরিচালক রবি উদ্যাওয়ার। ২০০১ সালে রিলিজ করেছিল ‘রহেনে হ্যায় তেরে দিল মে’। আর মাধবন, দিয়া মির্জা এবং সইফ আলি খান অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল। বিশেষ করে এই ছবির গানে ভেসেছিল গোটা দেশ। মাধবন এবং দিয়া মির্জার কেমিস্ট্রি সুপার-ডুপার হিট। এবার একেবারে নতুন জুটি নিয়ে ছবির সিক্যুয়েল বানাতে চান ছবির প্রযোজক। এই ছবিতেই জুটি বাঁধছেন ভিকি এবং কৃতি। শোনা যাচ্ছে, ভিকি এবং কৃতি হাতের ছবিগুলো শেষ করে তবেই তাঁরা ‘রহেনে হ্যায় তেরে দিল মে’-র সিক্যুয়েলের শুটিং শুরু করবেন। প্রযোজক জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর ছবির শুটিং শুরু করবেন।