বড়সড় সাফল্য অর্জন করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। তাঁর অভিনীত ও প্রযোজিত ছবি নটখট ‘বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২০’- তে সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির পুরস্কার জিতে নিল৷ একইসঙ্গে অস্কারের মনোনয়নের যোগ্যতা পেল তাঁরা। এই ছবি পুরস্কাররাশি হিসেবে ২৫০০ ডলার ভারতীয় মুদ্রায় যা ১.৮৫,৪৯৭ টাকা পেয়েছে৷ পাশাপাশি টেলিভিশনের সম্প্রচার ডিলও পেয়েছে৷ এই ছবির প্রযোজিকা বিদ্যা বালন এই ছবিতে পিতৃতান্ত্রিক পরিকাঠামোয় এক হোমমেকারের ভূমিকায় অভিনয় করেছেন৷ অভিনয়ে তাঁর দাপট নিয়ে কোনও প্রশ্ন কোনওদিন নেই৷ কাহানি থেকে ডার্টি পিকচার যেরকমই চরিত্র হোক তাঁর মত সাবলীলভাবে পর্দায় ফোটানোর দক্ষতাকে কুর্নিশ করেন সকলেই৷ সেই বিদ্যা বালন এবার অন্য ভূমিকাতে পা রেখেও সঙ্গে সঙ্গেই বড় সাফল্য পেলেন৷ উচ্ছ্বসিত বিদ্যা বলেন, ‘ এই বছরটা খুবই উথালপাথালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে প্রথম পুরস্কার এল আমাদের ছবির জন্য৷ তাছাড়া এর জন্য সরাসরি অস্কারের মনোনয়নের টিকিট মিলল৷ এই ছবি আমার হৃদয়ের ভীষণ কাছাকাছি কারণ এতে আমি দ্বৈত ভূমিকায়, অভিনেতা ও প্রযোজক ছিলাম৷ এই সময় নান্দনিকতা ও কনটেন্টই গুরুত্বপূর্ণ এবং সেটাই ভৌগোলিক সীমা টপকে ঘুরে বেড়ায়৷ আবিষ্কার ও প্রযুক্তি দিয়ে আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলি সমস্ত দূরত্ব মেটাতে সমর্থ হচ্ছে৷ ’ ছবির যুগ্ম প্রযোজক রনি স্ক্রুওয়ালা বলেছেন, ‘ আমরা উত্তেজিত আমরা ২০২১ -র অস্কারের মনোনয়নের যোগ্যতা অর্জন করেছি৷ আমি আর বিদ্যা আশাবাদী আমরা অস্কার জিতে ফিরব৷’