বাংলায় মুক্তির পর সিনেমাহলে দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছে ‘পারিয়া’। মুক্তির পরে বাংলার একাধিক সিনেমাহল হাউসফুল হয়েছে, বাহবা পেয়েছে দর্শকদের। এবারে পালা বাংলার বাইরে ভারতের অন্যান্য শহরে সিনেপ্রেমীদের মন জয় করার। বাংলার দর্শকের মন জয়ের পরে এবার ‘পারিয়া’ আগামী ১লা মার্চ ২০২৪ রিলিজ করছে ভারতের বিভিন্ন রাজ্যেও। মুম্বই,নভি মুম্বই, দিল্লী,হায়দ্রাবাদ, বেঙ্গালুরু,ত্রিপুরা,পুনে, গৌহাটি-সহ আরো অনান্য শহরে মুক্তি পাবে এই ছবি। বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত “পারিয়া” মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ আলোড়ন ফেলেছে। বাংলায় এই ছবির বক্স অফিস কালেকশন কোটি ছুঁই ছুঁই। সিনেমাতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে পুরোপুরি একটি অ্যাকশন হিরোর চরিত্রে। পথকুকুরদের নিয়ে তৈরি পরিচালক তথাগত মুখার্জির এই ছবি সমাজের এক আলাদা দিক তুলে ধরেছে। ছবির গল্পে বিক্রম একজন শ্রমিক। সে একটি পাইস হোটেলে রোজ খায়, সেখানেই একটি কুকুরের সঙ্গে ভাব জমে। কিন্তু সেই কুকুরের সঙ্গে ঘটে কিছু অযাচিত ঘটনা। সেখান থেকেই ছবির গল্প আসে মোড়। এই ছবির জন্য ছয়মাস ধরে নিজেকে তৈরি করেছেন বিক্রম। এই ছবিতে বিক্রমের বিপরীতে দেখা যাবে অঙ্গনা রায়কে। মুখ্য মহিলা চরিত্রে এটাই তাঁর প্রথম ছবি। একটি গুরত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও দেবাশিস রায়কে।