আন্তর্জাতিক নারী দিবসে প্রথমবার প্রকাশ্যে এল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকা। বিরাট একটি ছবি শেয়ার করেছেন। সেখানে অনুষ্কা এবং ছোট্ট ভামিকাকে দেখা যাচ্ছে একসঙ্গে। যদিও ছবিতে ছোট্ট ভামিকার মুখ প্রকাশ্যে আনেননি বিরাট। মায়ের সঙ্গে মেয়ের খুনসুটির ছবি প্রকাশ করেন বিরাট কোহলি। ছবিতে ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘একজন সন্তানকে জন্ম দিতে দেখা সত্যিই রোমহর্ষক, একজন মানুষের জীবনে অবিশ্বাস্য এবং অভূতপূর্ব অভিজ্ঞতা। সেটা দেখার পর আপনি বুঝতে পারবেন একজন নারী কতোটা শক্তিশালী যার জন্য ঈশ্বর তাঁদের নিজেদের ভিতর একটি প্রাণ তৈরি করার ক্ষমতা দিয়েছেন। তার কারণ পুরুষদের থেকে তাঁরা অনেক বেশি শক্তিশালী। শুভ নারী দিবস আমার জীবনের সবচেয়ে সহানুভূতিশীল এবং দৃঢ় মহিলাকে এবং তাকে যে ভবিষ্যতে নিজের মায়ের মতো বেড়ে উঠছে। এবং শুভ নারী দিবস পৃথিবীর সমস্ত অপরূপ মফিলাদের।’
https://www.instagram.com/p/CMJZFGpF-E0/?utm_source=ig_embed