মেয়ের জন্মের ২১ দিন পর গতকাল তার প্রথম ঝলক প্রকাশ্যে আনেন দেশের অন্যতম ‘পাওয়ার কাপল’ বিরুষ্কা। পাশাপাশি জানান ছোট্ট মেয়ের নামও। মেয়ের সঙ্গে ছবি এবং নাম দিয়ে সোমবার সকালে একটি স্টেটাস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন অনুষ্কা। যেখানে সদ্যোজাতকে কোলে নিয়ে হাসি মুখে পোজ দেন বিরাট-অনুষ্কা। জানান, বিরাট-অনুষ্কা তাঁদের মেয়ের নাম রেখেছেন ‘ভামিকা’। দুর্গার অপর নাম ভামিকা। সেই অনুযায়ীই তারকা দম্পতি মেয়ের ওই নাম রেখেছেন বলেও জানা যায়। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে যে আবেগ, উৎকণ্ঠার মধ্যে দিয়ে তাঁরা দিন কাটাচ্ছিলেন, এবার তার অবসান হয়েছে বলে জানান অনুষ্কা। মেয়ের ছবি শেয়ার করে প্রত্যেকে ধন্যবাদ জানান অনুষ্কা, বিরাট। বিরাট-অনুষ্কার মেয়ের ছবি প্রকাশ্যে আসায় তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকারা। হার্দিক পান্ডিয়া থেকে বাণী কাপুর, কাজল আগরওয়াল, জোয়া আখতার-সহ দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন বিরাট-অনুষ্কাকে। অনুষ্কা শর্মার ‘হমশকল’ বলা হয় মার্কিন গায়িকা জুলিয়া মাইকেলকে। বিরুষ্কার মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই অভিনন্দন জানান জুলিয়া। অনুষ্কা যখন মেয়েকে কোলে নিয়ে বিরাটের সঙ্গে পোজ দেন নতুন ছবির জন্য, সেই সময় ছোট্ট ভামিকাকে দেখে অভিনন্দন জানান মার্কিন গায়িকা। জুলিয়ার কমেন্টের নীচে প্রায় ২ হাজার লাইক পড়ে যায় সঙ্গে সঙ্গে।