সদ্য বসন্ত পঞ্চমী, প্রেমদিবস গিয়েছে। উদযাপনের সেই রেশ কাটতে না কাটতেই নন্দনে উপচে পড়া ভিড়। ২০২৪-এর ১৬ ফেব্রুয়ারি শুভ সূচনা হল প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসবের। ঝলমলে নন্দন চত্বরে এই উৎসবের উদ্বোধনে উপস্থিত অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, রিচা শর্মা। কলকাতার কনসুল জেনারেল অফ ফ্রান্স দিদিয়ের তালপেন, কলকাতা ফরাসি চলচ্চিত্র উৎসবের কর্ণধার নিকোলাস ফ্যাসিনোকে সঙ্গে নিয়ে। সেখানেই অনিল তাঁর কলকাতা-যোগ ফিরে দেখেন। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’। দেখানো হবে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’-ও। উৎসব চলবে ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি। শাশ্বত বলেন, ‘‘নন্দন চত্বর অনেক ইতিহাসের সাক্ষী। এখানে এই প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে। নন্দনকে নিয়ে খুব গর্ব হচ্ছে।’’ ঋতুপর্ণার কথায়, তিনি খুব খুশি এই উদ্যোগে। যত সংস্কৃতির আদানপ্রদান হবে ততই শিল্পের মান বাড়বে। এও জানান, তিনি উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন। একই কথা শোনা গিয়েছে শাশ্বতর কথাতেও। তাঁর দাবি, ‘‘অনেক সময় আমরা প্রেক্ষাগৃহে ছবি বা সভাগৃহে নাটক দেখতে যেতে পারি না। কিন্তু বিনোদন উৎসব সেই ফাঁক ভরাট করে দেয়। দর্শক সময় বের করে উপস্থিত হয়। কারণ, বাঙালি উদযাপনপ্রিয়।’’ ফরাসি দুই প্রতিনিধিও এদিন আন্তরিক ধন্যবাদ জানান রাজ্য সরকার এবং শহর কলকাতাকে। এখানে তাঁদের দেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। তাঁরা জানেন, এই শহর শিল্পের পৃষ্ঠপোষক। বহু প্রতিভার সূতিকাঘর। এই শহর হৃদয়ের উত্তাপে উষ্ণ।