পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় জগতের এক পরিচিত অভিনেতা। টলিউডের সাথে সাথে বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। পরমব্রত-র জনপ্রিয়তা বাড়তে থাকে ছোটপর্দা থেকে বড়পর্দায় পা দেওয়ার সাথে সাথেই। তবে তাঁকে এবার দেখা যাবে বাংলাদেশের রকস্টার হিসাবে। রিয়েলে নয় রিল জগতেই তিনি বাংলাদেশের রকস্টার। একদম অন্যরকম সাজে দেখা গেল অভিনেতাকে। একেবারে রকস্টারের লুক নিয়ে পায়ের ওপর পা তুলে বেঞ্চে বসে রয়েছেন অভিনেতা। বাংলাদেশি পরিচালক শবনম ফেরদৌসির নতুন ছবি ‘আজব কারখানা’। আর এই ছবিতেই রকস্টার হিসেবে অভিনয় করছেন পরমব্রত। অভিনেতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছবির পোস্টার শেয়ার করেছেন।