২৫-এ পা উইনডোজের, একঝাঁক নতুন গল্প নিয়ে আসছে বড় পর্দায়

এ বছর ২৫ বছরে পা দিতে চলেছে উইনডোজ প্রযোজনা সংস্থা । বছরের শুরুর দিনে তাই নতুন দু’টি ছবির খবর দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় । ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ এবং ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’। দুটি ছবিরই পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । শিবপ্রসাদ মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, “উইনডোজের পথ চলার ২৫ বছর! সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা ভালবাসা দিয়ে নিজের করে নেওয়ার জন্য। আমাদের বয়স ২৫ হলেও, আমাদের স্বপ্নের সাইজ কিন্তু ১০০, ১০০, ১০০!” জানা যাচ্ছে, আগামী ৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর । তবে, ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’র কাজ কবে শুরু হবে তা জানা যায়নি এখনও । ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ আসবে রহস্যে মোড়া গল্প নিয়ে । আবেগ আর সাসপেন্স নিয়ে তৈরি হবে এই ছবি । এই ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই দীর্ঘ ছ’বছর পর ফের ফ্লোরে ফিরছেন অর্জুন চক্রবর্তী । একইসঙ্গে বড় পর্দায় পা রাখছেন শ্যামৌপ্তি মুদলি । এই ছবির গানের কথা আর সুরের দায়িত্বে যথাক্রমে আছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং জয় সরকার । নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “উইনডোজ-এর সঙ্গে ২৫ বছর পূর্ণ করা আমাদের জন্য গভীর আবেগপূর্ণ । ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ আমরা যে ধরনের গল্প বলতে চলেছি তা দর্শকের মন ভরাবে । গল্পটায় অনেক স্তর আছে । চরিত্রগুলোও ভালো লাগার মতো । অভিনেতারাও জনপ্রিয় ।” ‘বহুরূপী’ শুধু বক্স অফিসেই বাজিমাত করেনি । ছবিটি দর্শকের ভালোবাসাও কম পায়নি । তাই দু’দিক থেকেই ছবির ব্যাপক সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে উইন্ডোজের ঘর থেকে আসছে ‘বহুরূপী- দ্য গোল্ডেন ডাকু’। এর সহ প্রযোজনায় আছেন সঞ্জয় অগরওয়াল । এই মুহূর্তে এই ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে । স্ক্রিপ্ট ফাইনাল হলেই এই ছবি প্রি-প্রোডাকশনে যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা । ‘বহুরূপী’ ফ্রাঞ্চাইজির এই আসন্ন ছবি একটি উল্লেখযোগ্য নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রযোজনা সংস্থা । অনুদিকে, নেতাজি জয়ন্তী এবং সরস্বতী পুজোর দিনে মুক্তি পেতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, যার পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায় ।