অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। শুক্রবার আইটিসি রয়্যাল বেঙ্গলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কারের মঞ্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’।সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম। এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় প্রখ্যাত পরিচালক প্রভাত রায়কে।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিজয়ী তালিকাঃ
সেরা চলচ্চিত্র: অর্ধাঙ্গিনী
সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ছবি (ক্রিটিক্স): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
নীহারিকা (ইন্দ্রাসিস আচার্য)
সেরা প্রধান চরিত্রে অভিনেতা (পুরুষ): প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা অভিনেতা (ক্রিটিক্স): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা প্রধান চরিত্রে অভিনেতা (মহিলা): চূর্ণী গাঙ্গুলী (অর্ধাঙ্গিনী)
সেরা অভিনেত্রী (ক্রিটিক্স): স্বস্তিকা মুখার্জি (শিবপুর)
সেরা সাপোর্টিং রোল (মহিলা): জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
সেরা সাপোর্টিং রোল (পুরুষ): কৌশিক গাঙ্গুলী (অরো এক পৃথিবী) , অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী)
সেরা সঙ্গীত অ্যালবামঃ অনুপম রায় (দশম অবতার)
সেরা গানঃ অনুপম রায়- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): অরিজিৎ সিং- ভাবো জোড়ি (কাবুলিওয়ালা)
সেরা প্লেব্যাক গায়ক (মহিলা): ইমন চক্রবর্তী- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী) , অবর্ণ রায়- মলয় বাতাসে (নিহারিকা)
সেরা অরিজিনাল গল্পঃ অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা চিত্রনাট্যঃ ইন্দ্রনীল রায়চৌধুরী এবং সুগত সিনহা (মায়ার জোঞ্জল)
সেরা সংলাপঃ অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরঃ দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)
সেরা সম্পাদনাঃ সুমিত ঘোষ (মায়ার জোঞ্জল)
সেরা সাউন্ড ডিজাইনঃ শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
সেরা সিনেমাটোগ্রাফিঃ ইন্দ্রনীল মুখার্জী (মায়ার জঞ্জাল)
সেরা উৎপাদন নকশাঃ তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা পোশাকঃ ঋতরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)
সেরা ডেবিউ মহিলাঃ তাসনিয়া ফারিন (আরো এক পৃথিবী)
সেরা ডেবিউ পুরুষঃ সোহেল মন্ডল (মায়ার জঞ্জাল)
সেরা ডেবিউ পরিচালকঃ সুমন্ত্র রায় (ঘাসজমি)