জীবনের প্রথম পার্টি করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র ছেলে ইউভান। তার বয়স ছয় মাসের কিছু বেশি। এখনই পার্টি এনজয় করছে ইউভান। তার প্রথম পার্টির ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘ও ওর প্রথম পার্টি এনজয় করেছে।’ ছবিতে দেখা যায় ইউভান পরেছে নীল-সাদা টিশার্ট। উপরে সাদা শার্ট। নীল জিন্স। মাথায় ‘মিকি’ লেখা সাদা টুপি। হলুদ রঙ চেয়ারে বসে অবাক হয়ে যে তাকিয়ে রয়েছে ইউভান।