বলিউডের স্টারকিড তৈমুরের মতই টলিউডে সাংঘাতিক জনপ্রিয় হয়ে উঠছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর পুত্র ইউভান। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনই ইউভান-এর কোনও না কোনও ছবি ভাইরাল হচ্ছে। আজ রাজ ইউভানের আরও একটি ছবি শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে। ছবিতে দেখা যাচ্ছে মায়ের আঙ্গুল ধরে আছে ইউভান। ক্যাপশনে রাজ লিখেছেন, ‘মা ছেলের বন্ধন, আমাদের জীবনে আসার মুহূর্ত থেকেই অনুরূপ মনোভাব, সত্যিই অবাক’।