অবশেষে স্থির হল ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তির দিন। এর আগে বেশ কয়েকবার মুক্তির দিন বদল করা হয়েছে। তবে এবার প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটি ৬ মার্চ মুক্তি পাবে। এই ছবিতে নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত-এর সঙ্গে দেখা যাবে শাকিব খান-কে। এ ছবিতে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। পাশাপাশি আরেক নবাগতা নায়িকা রোদেলা জান্নাতও। ছবিটিতে লায়লা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে। এছাড়াও ছবিটিতে বেশ ক’জন নামকরা অভিনেতা অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জল, মিশা সওদাগর ও আহমেদ শরিফ। আরো রয়েছেন অনুভব মাহবুব, লিটন হাসমিসহ অনেকেই। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে হয় শাহেনশাহ ছবির মহরত। এরপর একই বছরের ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় শাহেনশাহ শুটিং। ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ। শুটিং শুরুর সময়ে ঠিক করা হয়েছিল পয়েলা বৈশাখে মুক্তি পাবে ছবিটি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা করে রোজার ঈদে মুক্তি পাবে শাহেনশাহ। কিন্তু কোনও এক অজানা কারণে স্থগিত করা হয় মুক্তি। বলা হয়, কোরবানির ঈদে বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে। কিন্তু সে সময়ও মুক্তি পায়নি। অবশেষে ছবিটি মুক্তির লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার প্রযোজক পরিবেশক সমিতি বরাবর একটি আবেদন করা হয়েছে। আগামী ৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এ বিষয়ে শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেন, ‘শুধুমাত্র উৎসবে মুক্তির জন্য ছবিটি আটকে রেখেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ঈদুল ফিতরে মুক্তি দেব। কিন্তু বেশ কয়েকজন হল মালিকের অনুরোধে ৬ মার্চ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’