অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেফতার করা হয়েছিল আমেদাবাদ থেকে। সেখান থেকে তাঁকে বুঁদি নিয়ে আসে পুলিশ। তারপর তাঁকে পেশ করা হয় রাজস্থানের একটি আদালতে। আদালত তাঁকে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ফলে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে অভিনেত্রী পায়েল রোহতগিকে। তবে এর মাঝেই জামিনের জন্য আবেদন জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী। যা গ্রাহ্য হয়নি। এক কংগ্রেসকর্মী পায়েল রোহতগির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যে ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী পায়েল রোহতগি। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। অভিনেত্রীকে এরপর বারবার রাজস্থানের বুঁদি পুলিশ স্টেশনে এসে হাজির হতে নোটিস দেয় পুলিশ। কিন্তু সেই নোটিসে সাড়া দেননি অভিনেত্রী। পুলিশের দাবি, সাড়া না দেওয়ায় পরে আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আমেদাবাদে গ্রেফতার হওয়ার পরই পায়েল রোহতগি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। মতিলাল নেহেরু সম্বন্ধে একটি ভিডিও বানানোয় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও ভিডিওর সব তথ্য তিনি গুগল থেকে সংগ্রহ করেন বলে দাবি করেছেন পায়েল। পায়েল জানিয়েছেন তিনি জামিনের আর্জিও আদালতে জানিয়েছেন। এদিকে তাঁর এই ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ওই ভিডিও তৈরি করার জন্য ক্ষমাও চেয়ে নেন পায়েল। যদিও তাতে তাঁর জেল হেফাজত রুখতে পারেননি এই অভিনেত্রী।