গুরুতর অসুস্থ কোকিলকণ্ঠী কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টজনিত কারণে সুরসম্রাজ্ঞী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা যাচ্ছে। সোমবার মাঝরাতে আচমকাই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় প্রবীণ গায়িকাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনও ব্যাপার নেই। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন সুরসম্রাজ্ঞী। কিছুদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠবেন তিনি। আপাতত তাঁর অস্থা স্থিতিশীল। তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে খবর। বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে সুরসম্রাজ্ঞীর চিকিৎসা। উল্লেখ্য, গতকাল নিজের ভাইঝি পদ্মিনী কোলাপুরিকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন লতা মঙ্গেশকর । ‘পানিপথ’ ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করবেন পদ্মিনী । গোবিকা বাই চরিত্রটির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “নমস্কার । আমার ভাইঝি পদ্মিনী কোলাপুরি একজন ভালো শিল্পী । পানিপথ ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করছে সে । পদ্মিনীকে আমি আশীর্বাদ করছি । আশুতোষ আর ওর টিমকে এই ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছি ।” গত ২৮ নভেম্বর ৯০-তে পড়েন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর । এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন সুরসম্রাজ্ঞী। হিন্দির পাশাপাশি বাংলাসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকরকে গান গাইতে শোনা গিয়েছে। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকের মতো দুর্লভ জাতীয় সম্মান।১৯২৯ সালে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতার। বাবা কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর। পাঁচ ভাই-বোনের মধ্যে লতাই সবচেয়ে বড়। বোন আশা ভোঁশলে, ঊষা মঙ্গেশকর এবং ভাই হৃদয়নাথ মঙ্গেশকরেরও গানের দুনিয়ার পদচারণা রয়েছে।
Namaskar. Meri bhaanji Padmini Kolhapure ek bahut acchi kalakar hai aur ab woh Panipat is film mein Gopika bai ka kirdaar nibha rahi hai. Main Padmini ko aashirwad deti hun aur Ashutosh aur unki team ko shubhkaamanayein deti hun. pic.twitter.com/bTZJMUjdYq
— Lata Mangeshkar (@mangeshkarlata) November 10, 2019