তৃতীয়বারের জন্য জাতীয় পুরস্কার পেলেন প্রখ্যাত অভিনেত্রী সুরেখা সিকরি। ৬৬তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে হুইল চেয়ারে বসে নিজেই পুরস্কার গ্রহণ করেন এই প্রবীণ অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকলেও সুরেখা সিকরির এই হার না মানা মনোভাবকে কুর্নিশ জানাতে, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক মানুষ উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। জানা গিয়েছে কয়েক মাস আগে মহাবালেশ্বরে শ্যুটিং চলা কালীন ব্রেন স্ট্রোক হয় তাঁর। তারপর থেকে আর কাজে ফেরেননি তিনি। ‘বাধাই হো’ ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার প্রদান করা হয় ৭৭ বছর বয়সী সুরেখা সিকরিকে। বিনীত জৈন, হেমন্ত ভান্ডারি এবং আলেয়া সেনের জংলি পিকচার্স এবং ক্রোম পিকচার্স প্রযোজিত বধাই হো ছবিতে সুরেখা সিকরিকে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার ঠাকুমার ভূমিকায়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন দেশের উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। দীর্ঘ অভিনয় জীবনে তিনি প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত তামাশ ছবির জন্যে। সেবারও তিনি পেয়েছিলেন শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর সম্মান। দ্বিতীয় জাতীয় পুরস্কার পান ১৯৯৫ সালে মাম্মো ছবির জন্যে।