বলিউড থেকে হলিউড দুই ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি রয়েছে গানও। অভিনেত্রীর হাতে এখন বিস্তর কাজ। তবে সব দিক সামলে তিনি যথাযথ ভারসাম্য বজায় রেখে চলেছেন। অভিনেত্রীর মতে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য রাখা খুবই জরুরি।গত বছর ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এত ব্যাস্ততার মধ্যেও নিজের ব্যক্তিগত জীবন কীভাবে ব্যালেন্স করছেন তিনি! প্রিয়াঙ্কা এই প্রশ্নের উত্তরে জানান, ‘ব্যাপারটা খুব কঠিন। কিন্তু আমি খুশি যে আমি এমন একজনের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ রয়েছি, যিনি আমার উচ্চাশা এবং আমার কাজের প্রতি চেষ্টার ব্যাপারটা বোঝেন। ও বলেছে ও আমার প্রেমে পড়েছে। সত্যি কথা বলতে কী আমাদের দু’জনেরই পেশাগত জীবন খুবই জরুরি। আমরা দু’জনেই যথেষ্ট পরিশ্রম করি আমাদের কেরিয়ারকে আরও উন্নত করার জন্য। আমরা দু’জনেই জানি আমরা কী করছি। তাই আমরা একে অন্যকে সব সময় সমর্থন করি। আমরা একটা নিয়ম মেনে চলি। নিক এবং আমি কখনওই খুব বেশি হলে ৩ সপ্তাহ একে অপরকে না দেখে থাকি না। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা একে অন্যের সংস্পর্শে থাকি। এছাড়া মাঝে মধ্যেই আমরা ভিডিয়ো কল করি। আমরা দু’জনে সব সময় চেষ্টা করি একে অন্যকে নিজেদের জীবনে জড়িয়ে ফেলতে। লক্ষ করে দেখবেন আজকাল চারপাশেই রয়েছে ওয়ার্কিং কাপল। আমরা রোজ আমাদের সম্পর্ককে চাপে ফেলে দিই। কিন্তু এটা খুবই আনফেয়ার। কারণ আমি জানি আপনি যত কাজই করুন না কেন পরিবারের সঙ্গে সম্পর্ক না রাখতে পারাটা কোনও কাজের কথা নয়’।