আজ প্রিয়া সিনেমাহলে বসেছিল চতুর্থ বর্ষের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড (WBFJA) ২০২০-র আসর। দীর্ঘদিন ধরেই কলকাতায় ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠিত হয়ে আসছে। টলিউডের সব থেকে পুরোনো এবং ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড শো। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (West Bengal Film Journalist Association) উদ্যোগে প্রত্যেক বছরই এই অ্যাওয়ার্ড শো হয়। পুরোভাগে সম্পাদক নির্মল ধর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি পাড়ার তাবড় অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকেরা। বাংলার সাংবাদিক, ফিল্ম সমালোচকদের বিচারে বেছে নেওয়া হয়েছে এবছরের সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকদের। এদিন জীবন কৃতি সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট) তুলে দেওয়া হয় চিত্রগ্রাহক সৌমেন্দু রায়-এর হাতে। ‘গুপী গাইন বাঘা বাইন’ থেকে শুরু করে সত্যজিৎ রায়ের একাধিক ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকের তালিকাঃ
সেরা অভিনেতা- ঋদ্ধি সেন (নগরকীর্তন)
সেরা অভিনেত্রী- শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা)
সেরা পরিচালক- কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)
সেরা ছবি- নগরকীর্তন (কৌশক গঙ্গোপাধ্যায়)
মোস্ট পপুলার ফিল্ম : দুর্গেশগড়ের গুপ্তধন
সেরা চিত্রনাট্য- কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)
সেরা অভিনেতা (জনপ্রিয়তার বিচারে)- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি) ও দেব (সাঁঝবাতি)
সেরা সহ অভিনেত্রী- সুদীপ্তা চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র) ও লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)
সেরা সহ অভিনেতা- রুদ্রনীল ঘোষ (কেদারা)
সেরা কৌতুক অভিনেতা : অনির্বাণ ভট্টাচার্য (বিবাহ অভিযান)
সেরা খলনায়ক : ঋত্বিক চক্রবর্তী (ভিঞ্চি দা)
সেরা নবাগত অভিনেত্রী- তুহিনা দাস (ঘরে বাইরে আজ)
সেরা নবাগত পরিচালক- ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)
সেরা প্রতিশ্রুতিমান অভিনেতা: সায়ন ঘোষ (রাজলক্ষ্মী ও শ্রীকান্ত), সুপ্রভাত (ফাইনালি ভালবাসা)
সেরা গায়িকা – লগ্নজিতা ঘোষ (প্রেমে পড়া বারণ, ছবি- সোয়েটার)
সেরা গায়ক- অনির্বাণ ভট্টাচার্য (কিচ্ছু চাই নি আমি, শাহজাহান রিজেন্সি), তিমির বিশ্বাস (রাজলক্ষ্মী ও শ্রীকান্ত)
সেরা গীতিকার- দীপাংশু আচার্য (কিচ্ছু চাই নি আমি, শাহজাহান রিজেন্সি)
সেরা মিউজক- অনুপম রায় ও প্রসেন (শাহজাহান রিজেন্সি)
সেরা ব্যাক গ্রাউন্ড স্কোর- প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (নগরকীর্তন)
সেরা সাউন্ড ডিজাইনার-অনির্বাণ সেনগুপ্ত (কেদারা)
সেরা সিনেমাটোগ্রাফার- শুভঙ্কর ভর (কেদারা)
সেরা সম্পাদক- শুভজিত সিংহ
সেরা শিল্প নির্দেশক- শিবাজি পাল (গুমনামি)
সেরা মেক আপ- রাম রেজ্জাক (নগরকীর্তন)
সেরা কস্টিউম- গোবিন্দ মন্ডল (নগরকীর্তন)
https://www.facebook.com/photo.php?fbid=1327803890756507&set=a.185865531617021&type=3&eid=ARCPKxmKw5X9YwZm_SFa9YO3GfdJZSnQsNzx00ZexBfmfuYEkXZ-LZFyjRV3xD1AEk-wOrM6Pdt93vpy