করণের হাত ধরে বড় পর্দায় ‘দাদা’-র কীর্তি

শুক্রবার মুম্বই গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনেই আইপিএল, তা নিয়ে কথা বলতে দাদা-র মুম্বই-সফর। বিসিসিআই অফিসে মহারাজের পৌঁছানোর খবর পেয়েই সেখানে পৌঁছে যান বলিউডের মেগাওয়েট প্রযোজক- পরিচালক করন জোহর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে তাঁদের এই মিটিংকে ঘিরে শুরু হয়েছে হাজারো জল্পনা। প্রায় ২ বছর ধরেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কথা চলছে। নানা প্রস্তাব আসছে নানা মহল থেকে। পরের পর মিটিংও হচ্ছে। কাজের কাজ কিছু হয়নি। তবে এবার সম্ভবত চূড়ান্ত আকার নিতে চলেছে বিষয়টি। আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এই নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়ায়। মহারাজকে পর্দায় দেখার উত্তেজনাও তৈরি হয়ে গিয়েছে এখন থেকেই। মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্দুলকরের বায়োপিক ইতিমধ্যেই তৈরি হয়েছে । শুধু তৈরি হয়েছে তা নয়, বক্স অফিস কাঁপিয়ে দীর্ঘদিন ধরে চলেছে সেসব ছবি । কপিল দেবের বায়োপিক ‘৮৩’ মুক্তির অপেক্ষায় । এবার যদি সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হয়, তাহলে আর খুশির অন্ত থাকে না ক্রিকেট ও সিনেমাপ্রেমী দর্শকের । এক সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন,”একতা কাপুর আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন । আমরা একবার দেখাও করেছিলাম । তবে তার বেশি আর কিছু হয়নি । যদিও আমি কখনও ভাবিনি যে আমার বায়োপিক তৈরি হতে পারে । আশা করি দর্শক সেটা দেখতে চাইবেন ।” শোনা যাচ্ছে, করনকে দাদা নাকি বলেছেন, তাঁর আপত্তি নেই বায়োপিকে। ফলে, লিড কাস্টিংয়েরও খোঁজ চালু হয়েছে। হাজার হোক সৌরভের বায়োপিক বলে কথা! এর আগে একটি অনুষ্ঠানে সৌরভ জানিয়েছিলেন নিজের বায়োপিক তৈরি হলে তাতে হৃতিক রোশনকে নিজের চরিত্র অভিনয় করতে দেখতে চান তিনি৷ যদিও তাঁর সেই ইচ্ছে এবার পূরন হবে কিনা তা এখনও জানা যায়নি। এই বায়োপিকে  দাদার জীবনের ওঠা-নামা, বিতর্ক, কামব্যাক এককথায় তাঁর পুরো জীবনটাই উঠে আসবে বড়পর্দায়। । ঘনিষ্ঠ মহলে তেমনই আভাস দিয়েছেন করন। তবে এখন এ বিষয়ে মুখ খোলেননি করন বা সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *