করোনা আতঙ্কে গোটা দেশ এখন গৃহবন্দি। ব্যতিক্রম নন তারকারাও। তাঁদের জীবনযাত্রা নিয়ে ভক্তদের চিরকালের কৌতূহল। লকডাউন পর্বে তাঁরা কী করছেন তা অনেকেই জানতে চান নিশ্চয়ই। ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান-রা বাসন মাজার ভিডিও পর্যন্ত পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন বাড়ির কাজে ব্যস্ত তাঁরা। কিন্তু ঘরে বসেও যে ক্যারিয়ারে নজর রাখা যায় তা প্রমাণ করে দিলেন ‘থাপ্পড়’ নায়িকা তাপসী পান্নু। আপাতত তিনি পরবর্তী ছবির চিত্রনাট্য পড়ার কাজে মনোনিবেশ করেছেন। এই ‘করোনা ছুটি’তেই বেছে নিতে চান পরের ছবির জন্য পছন্দসই চিত্রনাট্য। পাশাপাশি, বাড়িতে বসে তেলুগু ও তামিল ভাষা দুটোতে তিনি আরও শান দিচ্ছেন বলে জানা গিয়েছে। এদিকে, কাজ থেকে ছুটি মানে নায়ক-নায়িকাদের শরীর নিয়ে বিস্তর চিন্তা। তাই বছরের আর পাঁচটা দিনের তুলনায় এই সময়ে একটু বেশি ঘুমোলেও ডায়েটের দিকে কড়া নজর রাখছেন তাপসী।