গ্র্যামি-বিজয়ী আমেরিকান গায়ক জন প্রিন করোনা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। গায়কের পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর অবস্থা গুরুতর। হাসপাতাল সূত্রে জানা গেছে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। কিছুদিন আগে গায়কের শরীরে করোনার উপসর্গ দেখা যায়। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। পরীক্ষায় জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে। তারপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। তাঁর বয়স হয়েছে ৭৩ বছর। গত ২০ মার্চ জনের স্ত্রী ফিওনারও স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তাঁর সংগীতের অবদানের জন্য এই বছর জানুয়ারিতে জন প্রাইন কে গ্র্যামির পুরস্কারে সম্মানিত করা। লোকসংগীতেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। মার্কিন লোকগানের শিল্পী জন প্রাইনের টুইট হ্যান্ডেলে তাঁর পরিবার জানিয়েছে, “কোভিড-১৯-এর লক্ষ্মণ দেখা দেওয়ায় বৃহস্পতিবার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” চলতি বছরের জুলাই মাসে ক্যানসারের কারণে তাঁর ঘাড়ে ও ফুসফুসে অস্ত্রোপচার করা হয়েছিল। গত জুলাই মাসে চিকিৎকরা তাঁর বেশ কয়েকটি সফর বাতিল করার পরামর্শ দেন। গায়কের শারীরিক অবস্থা তখন ভাল ছিল না। স্ট্রোকের ঝুঁকি ছিল। এত অসুস্থতা নিয়ে তিনি কীভাবে COVID-19-এর মোকাবিলা করবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা।