​করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন স্টার ওয়ার্স-খ্যাত অভিনেতা অ্যানড্রিউ জ্যাক

ফের করোনার বলি  হলিউডে। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্টার ওয়ারসের বিখ্যাত অভিনেতা অ্যানড্রিউ জ্যাক। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর। কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শরীরে করোনা উপসর্গ দেখা যায়নি। তাই প্রথম অবস্থায় ঠিকমতো কিছু বোঝাও যায়নি। হাসপাতালে ভর্তি করার দুদিন আগেই তাঁর শরীরে ধরা পড়ে মারণ ভাইরাস কোভিড-১৯। আর ধরা পড়ার দুদিনের মাথাতেই মৃত্যু হয় অভিনেতার। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। অ্যানড্রিউয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলা রজার্স সেই খবর জানান। নিজেই স্বামীর মৃত্যুর শোকসংবাদ টুইটে জানিয়েছেন গ্যাব্রিয়েলা । লিখেছেন, “অ্যান্ড্রিউ জ্যাকের শরীরে দিন দুয়েক আগেই করোনা সংক্রমণ ধরা পড়েছিল। কোনও বেদনা সইতে হয়নি। ওঁর পরিবারের সকলেই যে ওঁর সঙ্গে ছিল এবং থাকবে, এটাই জেনেই পরম শান্তিতে ঘুমোতে গেল।”  অস্ট্রেলিয়ায় কোয়ারান্টাইনে থাকায় গ্যাব্রিয়েলের সঙ্গে শেষ দেখা হয়নি জ্যাকের।  জ্যাকের এজেন্ট জিল ম্যাককুলাফ জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি জ্যাক একজন ডায়ালেক্ট কোচও ছিলেন। থেমসের একটি পুরনো হাউসবোটে তিনি একাই থাকতেন। স্বাধীনভাবে বেঁচে থাকায় বিশ্বাসী ছিলেন জ্যাক। তবে স্ত্রীকে অত্যন্ত ভালবাসতেন জ্যাক। তাঁকে অসাধারণ অভিনেতা ও ভদ্রলোক বলেছেন স্টার ওয়ার্সের অভিনেতা গ্রেগ গুরেনবার্গ। প্রসঙ্গত, স্টার ওয়ারস: এপিসোড ৮- দ্য লাস্ট জেডি সিনেমায় জেনারেল ইমাট, সোলো এ স্টার ওয়ারস স্টোরি ও স্টার ওয়ারস এপিসোড ৭ দ্যা ফোর্স অ্যাওকেনসে অভিনয় করেছিলেন এই হলি অভিনেতা। উল্লেখ্য, আয়রন ম্যান রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস হেমসওয়ার্থের প্রশিক্ষকও ছিলেন জ্যাক। আগামিদিনে তাঁর ব্যাটম্যান ছবিতেও অভিনয় করার কথা ছিল। সব মিলিয়ে ৮০টি ছবিতে তিনি কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *