নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে তোলপাড় হয়েছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে বিদ্দ্বজন সকলেই পথে নেমেছেন প্রতিবাদ জানাতে। বলিউডে যেমন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কররা আওয়াজ তুলেছেন, তেমনই বাংলা অপর্ণা সেন, কৌশিক সেন, সোহাগ সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। গত মাসের মাঝামাঝি কলকাতার রাজপথে নেমে CAA, NRC, NPR-এর বিরোধিতা করেছেন বিশিষ্টজনেরা। তারপর দেশের পরিস্থিতি পালটেছে। ১০ জানুয়ারি কার্যকর হয়েছে CAA। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের পশ্চিমবঙ্গ সফর শেষে ফেরার পরই নতুন ভিডিও প্রকাশ শিল্পীমহলের। নাগরিকত্ব সংশোধন আইন সংক্ষেপে সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) র বিরুদ্ধে বাংলা চলচ্চিত্র শিল্প ‘কাগজ আমি দেখাবো না’ ভিডিওটি প্রকাশ করল। কেন্দ্র বিরোধি বার্তার জন্যে মূল কথা হিসেবে শিল্পীরা বেছে নিয়েছেন ‘কাগজ আমরা দেখাবো না’। ভিডিওতে জনপ্রিয় মুখগুলির মধ্যে রয়েছে সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, তিলোত্তমা শোমে, ধৃতিমান চ্যাটার্জি, রূপম ইসলাম প্রমুখ। শিল্পীরা সরাসরি ক্যামেরায় তাকিয়ে এবং ‘কাগজ আমরা দেখবো না’ আবৃত্তি করে একটি সাধারণ ফর্ম্যাটে শ্যুট করেছেন। ভিডিওটি টুইটারে সোমবার শেয়ার করেন স্বরাজ অভিযানের সভাপতি যোগেন্দ্র যাদব। এরপরই নেটদুনিয়ায় হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ছে এই ভিডিও। ভাইরাল হতে এর বেশি সময় লাগেনি।
Bengali actors speak in one voice:
kagoj ami dekhabo na
काग़ज़ नहीं दिखाएंगे#NoToCAA_NRC_NPR pic.twitter.com/d1voOYGC4l— Yogendra Yadav (@_YogendraYadav) January 13, 2020