ট্যুইটারে একগুচ্ছ ছবি পোস্ট করলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। ছবির ক্যাপশনে লখেছেন, ‘কেউ যেন তোমার ঔজ্বল্য ম্লান করতে না পারে…’। ছবিতে নুসরতের গেট-আপের হেয়ার, স্টাইলিং ও মেক-আপ তাঁর নিজেরই করা! ছবিতে তাঁকে দেখা গেল কালো পোশাকে, সঙ্গে হাতের জ্বলজ্বল করছে হীরের অংটি।
Let no one dull your sparkle 💫
Styling, Hair & Make-up by "Yours truly" ❤️ pic.twitter.com/NqeNdsNsNi
— Nusrat (@nusratchirps) November 29, 2019