কেজরিওয়ালের কাছে ধন্যবাদের বদলে হুকুম চাইলেন শাহরুখ

সব তর্ক বিতর্ককে তুচ্ছ করে দিয়ে করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স রিলিফ ফান্ড সহ বাংলা, দিল্লি, মহারাষ্ট্র একাধিক রাজ্যের ত্রাণ তহবিলে বিপুল অর্থসাহায্য করেছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক সংস্থাগুলির তরফে এই অনুদানের কথা ঘোষণা করা হয়। শাহরুখ নিজেও টুইট করে জানান তাঁর বক্তব্য। তবে শাহরুখ যে বিপুল পরিমাণ সাহায্য করেছেন, সেক্ষেত্রে খরচের অঙ্কটা বেশ মোটা হলেও তিনি কিন্তু টাকার অঙ্কের কথা কোথাও ঘোষণা করেননি। তিনি জানান, তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে এই ভয়ংকর সময়ে যথাসাধ্য করবেন তিনি এবং তাঁর সংস্থাগুলি। এরপরই টুইট করে বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আদিত্য ঠাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইটে লেখেন, ‘ধন্যবাদ শাহরুখজী। আপনার এই কথা এবং অকুন্ঠ দান এই কঠিন সময়ে অনেক মানুষের জীবনে আলো নিয়ে আসবে।’ এই ধন্যবাদের উত্তরে কিং খান পালটা টুইটে লেখেন, ‘স্যার ধন্যবাদ জানাবেন না। বরং আপনি হুকুম করুন। দিল্লির ভাই-বোনদের পাশে সব সময়ে আছি। ঈশ্বর চাইলে এই কঠিন সময় থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারব। আপনার প্রশাসনের যাঁরা রাতদিন কাজ করে চলেছেন তাঁদের ঈশ্বর আরও ক্ষমতা দিন, শক্তি দিন।’ আদিত্য ঠাকরে টুইটে লিখেছিলেন, ‘এই সাহায্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ শাহরুখজী।’ উত্তরে কিং খান লেখেন, ‘এমন সময়ে একে অপরকে ধন্যবাদ জানানোর কোনও প্রয়োজনই নেই। আমরা তো একটা পরিবার। মহারাষ্ট্রের জন্যে যে কঠিন কাজ নিরন্তর আপনারা করে যাচ্ছেন তার জন্যে আমরা কৃতজ্ঞ। তবে একটা কথা। নিজের জন্যে একটু সময় পেলেই এক-দুটো কবিতা লিখবেন। অনেক ভালোবাসা রইল…’। শুধু ত্রাণ তহবিলে টাকা তুলে দিয়েই খালাস হননি শাহরুখ। বরং তাঁর প্রত্যেকটি সংস্থা যথাযথ কাজ শুরু করেছে কিনা কিংবা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, সেদিকেও রেখেছেন কড়া নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *