কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা। যদিও এই বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই। গোটা দেশজুড়ে প্রায় প্রতিদিনই নিয়ম ভাঙার কোনও না কোনও ছবি সামনে আসছে। তা নিয়ে যথেষ্ট চিন্তিত বলিউড অভিনেতা শক্তি কাপুর। এই কঠিন সময় সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।পাশাপাশি কোরোনা আক্রান্ত ৯৩ বছরের এক বৃদ্ধের কাহিনি তুলে ধরেন। আর সেই কাহিনি বলতে গিয়ে চোখে জল চলে এল তাঁর। একটি ভিডিয়ো পোস্ট করে এই কাহিনী শেয়ার করেন শক্তি কাপুর। গোটা বিশ্ব করোনা ত্রাসে আতঙ্কিত। এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ভিডিয়োয় ইতালির কোরোনা আক্রান্ত এক বৃদ্ধর কাহিনি তুলে ধরেন শক্তি কাপুর। কোরোনা সংক্রমণ নিয়ে ইতালির একটি হাসপাতালে ভরতি হয়েছিলেন বৃদ্ধ। বেশ কিছুদিন ভরতি থাকার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। অবশেষে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেটরের বিল মিটিয়ে দিতে বলেন। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধ। চিকিৎসকরা তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর কাছে কি বিল দেওয়ার মতো পয়সা নেই ? তার উত্তরে তিনি বলেন, “আমার কাছে অনেক পয়সা রয়েছে। কিন্তু, আজ একটা কথা বুঝতে পারলাম যে ভগবানকে কত টাকার বিল দিতে হবে আমায়? যে আমাকে জীবনে ফ্রিতে শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। আর আজ আমাকে শ্বাস নেওয়ার জন্য হাসপাতালে টাকা দিতে হচ্ছে।” বৃদ্ধের এই কথা মন ছুঁয়ে যায় শক্তি কাপুরের। এই গল্পের মধ্যে দিয়ে নিজের জীবনের দাম বুঝতে পারেন তিনি। তাই সকলের সঙ্গে এই গল্প শেয়ার করার কথা ভাবেন তিনি।